কলকাতা: বেপরোয়া ক্রেনের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল বেলেঘাটার সিআইটি রোড।
আজ বেলা সাড়ে ১০টা নাগাদ বাবার সঙ্গে সাইকেলে করে স্কুল যাচ্ছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী তুলি দাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, তীব্র গতিতে ছুটে আসা একটি ক্রেন নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ধাক্কা মারে। বাবা মেয়ে দু’জনেই ছিটকে রাস্তায় পড়ে যান। সঙ্গে সঙ্গে ক্রেনের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই স্কুল পড়ুয়ার।
আহত বাবাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।
এরপরেই ক্ষুব্ধ জনতা ক্রেনে আগুন দেয়। আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। দুর্ঘটনার পর চালককে আটক করে স্থানীয়রাই পুলিশের হাতে তুলে দেন।
বেলেঘাটা সিআইটি রোডে ক্রেনের ধাক্কায় ছাত্রী মৃত্যু ঘিরে ধুন্ধুমার, ক্রেনে আগুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Nov 2017 01:13 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -