স্কটিশচার্চ স্কুল থেকে রহস্যময়ভাবে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র
ABP Ananda, web desk | 05 Sep 2016 06:41 AM (IST)
কলকাতা: স্কটিশচার্চ কলেজিয়েট স্কুল থেকে দশম শ্রেণির এক ছাত্র রহস্যজনকভাবে উধাও হয়েছে বলে অভিযোগ। ছেলেটি কাঁকুড়গাছির বাসিন্দা। তার পরিবারের দাবি, সে শনিবার অন্যান্যদিনের মতোই অভিভাবকদের সঙ্গে স্কুলে আসে। কিন্তু ছুটির পর আর তার খোঁজ মেলেনি। পরিবারের অভিযোগের ভিত্তিতে বটতলা থানায় অপহরণের মামলা রুজু হয়েছে। সোমবার স্কুলে গিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রের পরিবার। যদিও প্রধান শিক্ষকের দাবি, শৃঙ্খলাভঙের কারণে ওই ছাত্রের পরীক্ষা ছাড়া স্কুলে আসার অনুমতি ছিল না। এমনকি, শনিবার হাজিরা খাতাতেও তার নাম নেই। তবে পুলিশি তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।