কলকাতা:  ফের মামলার গেরোয় প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। বিচারপতি সি এস কারনানের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন প্রশিক্ষিত পরীক্ষার্থীদের একাংশের।

গত ১৪ সেপ্টেম্বর দুপুরে টেট মামলার রায় ঘোষণা করে হাইকোর্ট জানিয়ে দেয়, প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রশিক্ষিতরা। এরপরই তৎপরতা শুরু হয়ে যায় সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে। রায় ঘোষণার দেড় ঘণ্টার মধ্যেই সাংবাদিক বৈঠক ডেকে প্রকাশ করা হয় ফল।

আদালতের রায়কে চ্যালেঞ্জ করে মামলাকারীদের অভিযোগ, যেভাবে নির্দেশ দেওয়ার পর দ্রুত ফল প্রকাশ করা হয়েছে, তা স্বচ্ছ বলে মনে হচ্ছে না। কলকাতা হাইকোর্টে টেট সংক্রান্ত একাধিক মামলা বিচারদাধীন থাকা সত্বেও যেভাবে ফল প্রকাশ করে দেওয়া হল তা অবৈধ ও অনৈতিক। আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা।