কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিধি নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন আগুনে ঘি দিলেন পঞ্চায়েতমন্ত্রী। পাঁচতারা বিশ্ববিদ্যালয়, ন্যাকের সর্বোচ্চ গ্রেড পাওয়া যাদবপুরের মান নেমে গিয়েছে বলে অভিযোগ তুললেন প্রাক্তন ছাত্রনেতা সুব্রত মুখোপাধ্যায়। এদিন তিনি বলেন, যাদবপুর থেকে পাস! আজকে যাদবপুর কিছু মনে না করলে বলি, সেই যাদবপুর নেই।
এখানেই শেষ নয়। মানের অবনমনের পাশাপাশি সুব্রত মুখোপাধ্যায়ের অভিযোগ, ক্যাম্পাসের কার্যকলাপ নিয়েও। তাঁর দাবি, ৩ বছরের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হোক। বলেন, সিকিউরিটি থাকে বলে ওখানে অন্য নানারকম, ঠিক সমাজ জীবনের শিক্ষিত জিনিস ঘটে না। মাঝে মাঝে মনে হয় যে, তিন বছরের জন্য বন্ধ রাখলে ভাল হয়।
শুধু যাদবপুর নয়। সুব্রত মুখোপাধ্যায়ের নিশানায় প্রেসিডেন্সিও। বলেন, যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, এই কলেজগুলির সামনে দিয়ে গেলে নিজেদের হা-হুতাশ হত। যে জীবনে অনেক কিছু করা যেতে পারে, কিন্তু এই কলেজগুলো, ইউনিভার্সিটিতে পড়া গেল না। আজকে পরিস্থিতি পাল্টে গিয়েছে। আজকে আর মনে হয় না। এখন মনে হয় ভাগ্যিস কলেজগুলিতে পড়িনি।
রাজ্যের দুই সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বর্ষীয়ান মন্ত্রীর এমন মূল্যায়ন শুনে ক্ষোভে ফেটে পড়েছেন ছাত্র ও শিক্ষকরা। সুব্রত মুখোপাধ্যায়ের মুখে বিতর্কিত বক্তব্য নতুন নয়। হোক কলরব চলাকালীন তৎকালীন উপাচার্যের পাশে যখন সরকার, তখন পদক প্রত্যাখ্যান বিতর্কে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। আর এখন বিধি বিতর্কে যখন সরকারের দিকে আঙুল তুলছে যাদবপুরের ছাত্র-শিক্ষকের একটা বড় অংশ, তখন সেই যাদবপুরকেই নিশানা করলেন সুব্রত মুখোপাধ্যায়।
‘মান কমে গিয়েছে, বন্ধ থাকুক ৩ বছর’, যাদবপুর নিয়ে বিতর্ক বাড়ালেন সুব্রত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Aug 2016 03:43 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -