কলকাতা: রোজভ্যালিকাণ্ডে টানা সাড়ে চার ঘন্টা জেরার পর গ্রেফতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে রোজভ্যালিকাণ্ডে তাপস পালের পর  গ্রেফতার দ্বিতীয় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

রোজভ্যালিকাণ্ডে তদন্তের জন্যে আজ সিবিআই দফতরে দেখা করতে গিয়েছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দু দফায় টানা জেরার পর গ্রেফতার করা হয় তাঁকে। সিবিআই সূত্রে খবর, বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছিলেন সুদীপ, সেজন্য তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন তদন্তকারী আধিকারিকেরা। সিবিআই সূত্রে খবর, তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় তদন্তকারী আধিকারিকেরা।

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে ভুবনেশ্বর। সুদীপ সহ পাঁচ সিবিআই আধিকারিকের টিকিট কাটা হয়েছে। এদিকে সুদীপের গ্রেফতারি প্রসঙ্গে সুদীপের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, যা বলার দল বলবে।

এদিকে জঙ্গলমহলের সভায় দাঁড়িয়ে  প্রকাশ্যে কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জঙ্গলমহলের সভা থেকে বলেন, প্রতিবাদ করলেই সিবিআই, ইডি, আয়কর দফতরকে লাগিয়ে দিচ্ছে মোদী সরকার। কত সিবিআই আছে? সবাইকে গ্রেফতার করুন।

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর সমস্ত তৃণমূল সাংসদদের নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ভবনের তরফে জানানো হয়েছে, আগামীকাল সমস্ত তৃণমূল সাংসদ দিল্লি যাচ্ছেন। সুদীপের গ্রেফতারির পর মুখ্যমন্ত্রীর দাবি বাবুল সুপ্রিয় এবং সুজন চক্রবর্তীকেও এবার গ্রেফতার করতে হবে। আগামীকাল থেকে লাগাতার আন্দোলন, ধর্নার ডাক দিয়েছে তৃণমূল। দিল্লিতে প্রতিবাদ আন্দোলনে সোচ্চার হবেন তৃণমূল সাংসদরা।

রোজভ্যালি মামলায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে প্রায় চার ঘন্টা ধরে জেরা চলছে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। প্রথম একঘন্টা তাঁকে অফিসের একতলায় বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় তিনতলার ঘরে।

সুদীপকে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত করা হয়েছিল সিবিআই-এর বিশেষ প্রশ্ন তালিকা। রোজভ্যালিকাণ্ডে এর আগেও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মৌখিকভাবে এবং লিখিত নোটিস পাঠিয়ে সিবিআই দফতরে আসার কথা বলা হয়। কিন্তু সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি তৃণমূল সাংসদ।