সরকারের দাবি, বাড়িতে বসেই নায্য মূল্যে মিলবে কাঁচা সবজি থেকে মাছ। ইতিমধ্যেই পোস্টার পড়েছে শহরজুড়ে। আগামী ১৯ তারিখ নিউ আলিপুরে প্রথম কাউন্টার খোলার দিন ঘোষণা করা হবে একটি ফোন নম্বর। যে নম্বরে ডায়াল করে কেনাকাটা করা যাবে। কৃষি বিপণন দফতরের ঘোষণা, ধীরে ধীরে গোটা শহরে তৈরি হবে এরকম ‘সুফল বাংলা’ কাউন্টার।