‘সুফল বাংলা’ প্রকল্প: সরকারি উদ্যোগে শহরে চালু হচ্ছে হোম ডেলিভারি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jul 2016 11:35 AM (IST)
কলকাতা: চাষির জমি থেকে টাটকা ফসল এবার সরাসরি আপনার রান্নাঘরে। এই প্রথম সরকারি উদ্যোগে শহরে চালু হচ্ছে হোম ডেলিভারি। আগামী ১৯ জুলাই নিউ আলিপুরে খুলে যাচ্ছে কৃষি বিপণন দফতরের ‘সুফল বাংলা’ প্রকল্পের প্রথম কাউন্টার। যেখান থেকে ৫০০ টাকার ওপর জিনিস কিনলেই মিলবে ফ্রি হোম ডেলিভারি। সরকারের দাবি, বাড়িতে বসেই নায্য মূল্যে মিলবে কাঁচা সবজি থেকে মাছ। ইতিমধ্যেই পোস্টার পড়েছে শহরজুড়ে। আগামী ১৯ তারিখ নিউ আলিপুরে প্রথম কাউন্টার খোলার দিন ঘোষণা করা হবে একটি ফোন নম্বর। যে নম্বরে ডায়াল করে কেনাকাটা করা যাবে। কৃষি বিপণন দফতরের ঘোষণা, ধীরে ধীরে গোটা শহরে তৈরি হবে এরকম ‘সুফল বাংলা’ কাউন্টার।