কালীঘাট স্টেশন আত্মহত্যার চেষ্টা, সাতসকালে ব্যাহত মেট্রো চলাচল
ABP Ananda, web desk | 18 Mar 2017 09:26 AM (IST)
কলকাতা: কালীঘাট স্টেশনে দমদমগামী মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। সকাল ৮টা ২০ মিনিটে স্টেশনে ঢোকামাত্রই ট্রেনের সামনে ঝাঁপ দেন এক যুবক। থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই যুবককে উদ্ধার করা হয়। তিনি অক্ষতই রয়েছেন বলে মেট্রো সূত্রে খবর। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর জেরে সকালের ব্যস্ত সময়ে আপ ও ডাউন লাইনে ২০ মিনিট মেট্রো চলাচল বন্ধ থাকে। ভোগান্তির শিকার হন যাত্রীরা। ধীরে ধীরে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।