পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: করোনা আবহে একমাসও হয়নি সাধারণ যাত্রীদের জন্য চালু হয়েছে মেট্রো পরিষেবা। আর এর মধ্যেই ফের মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা! মেট্রো লাইনে তরুণীর ঝাঁপ। প্রাণে বাঁচলেও, কাটা পড়ল হাত!

আজ সকাল ১১টা ৩৫-এ বেলগাছিয়া স্টেশনে, ডাউন লাইনে মেট্রোর সামনে ঝাঁপ দেন বাগুইআটির ওই তরুণী। বিষয়টি বোঝা মাত্রই ব্রেক কষেন চালক। ফলে প্রাণে বেঁচে যান ওই তরুণী। তবে তাঁর বাঁ হাত কাটা পড়েছে।

এই ঘটনার জেরে আপ-ডাউন দু’দিকেই মেট্রো পরিষেবা ব্যাহত হয়। প্রায় ৪৫ মিনিট পর স্বাভাবিক হয় মেট্রো চলাচল।