কলকাতা:  ডেঙ্গি ইস্যুতে বিরোধীরা যখন সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে, তখন সেই রোগই ধরল রাজ্যের বিরোধী দলের বিধায়ককে। এবার ডেঙ্গিতে আক্রান্ত হলেন সিপিএম বিধায়ক তথা বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। বৃহস্পতিবারই আর এন টেগোর হাসপাতালে ভর্তি হন সুজন। তার আগে ডেঙ্গি নিয়ে সরকারকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। তিনি কটাক্ষ করে বলেন, আগেকার দিনে মায়ের দয়া হত। এখন ডেঙ্গি বলা যাবে না, বলতে হবে পিসির দয়া।

এদিকে শহরে ফের আজ এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে এক বিএসএফ কর্মীর। তার রক্তে ডেঙ্গির জীবাণু পাওয়া গেছে বলে দাবি পরিবারের। কয়েকদিন আগে ওই অসুস্থ মধ্য বয়স্ক ব্যক্তিকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় তাঁর।