কলকাতা:  আগামী ৫ জুন, রবিবার জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। দুপুর দেড়টায় ফল ঘোষণা ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসির। বিকেল ৪টে থেকে জানা যাবে ওয়েবসাইটে। জুন মাসেই হবে কাউন্সেলিং, জানাল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

পরীক্ষা শেষ হওয়ার ১৮ দিন পর প্রকাশিত হচ্ছে ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসি জয়েন্ট এন্ট্রান্সের ফল।

 

রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সজল দাশগুপ্ত জানিয়েছেন,

 

আগামী ৫ জুন, রবিবার দুপুর দেড়টায় ফল প্রকাশিত হবে। বিকেল ৪টে থেকে বোর্ডের ওয়াবসাইটে জানা যাবে ফল। ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসির কাউন্সেলিং হবে এ মাসেই।

 

সম্প্রতি, মেডিক্যালে ভর্তির ক্ষেত্রে অভিন্ন প্রবেশিকা ‘ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট’ বা নিট নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের আর্জি খারিজ করে রাজ্যভিত্তিক মেডিক্যাল জয়েন্ট বাতিল করে দেয় সর্বোচ্চ আদালত। ফলে গত ১৭ মে, রাজ্যে ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসি জয়েন্টে বসেন ১ লক্ষ ২৭ হাজার পড়ুয়া।

 

অন্যদিকে, কেন্দ্রের অর্ডিন্যান্সে রাষ্ট্রপতি সই করায় শুধুমাত্র এবছরের মতো মেডিক্যাল জয়েন্ট নিতে পারবে রাজ্য। পরীক্ষা হবে আগামী ২০ জুলাই। পরীক্ষায় বসবেন রাজ্যের ৭৫ হাজার ৮৬২ জন পড়ুয়া।

 

কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ