অপসারিত এসএসকেএম সুপার, বদলি মুর্শিদাবাদে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jun 2016 05:59 PM (IST)
কলকাতা: ধুন্ধুমারের পরের দিনই অপসারিত এসএসকেএমের সুপার। সকালে শোকজ। বিকেলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে বদলির নির্দেশিকা! কেন হঠাৎ সরিয়ে দেওয়া হল এসএসকেএমের সুপার মানস সরকারকে? এসএসকেএম সূত্রে খবর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ইন্টার্ন চিকিত্সককে হেনস্থার অভিযোগ ঘিরে বৃহস্পতিবার ধুন্ধুমারকাণ্ড ঘটে এসএসকেএমে। কর্মবিরতি ডেকে নিরাপত্তার দাবিতে হাসপাতালের সুপার মানস সরকারকে ঘেরাও করেন জুনিয়র চিকিৎসকরা। এরপর একটি নোটিস জারি করেন সুপার। নোটিসে উল্লেখ ছিল, সুপারিশের ভিত্তিতে কোনও রোগীর হাসপাতালে আসার আগেই যদি মরণাপন্ন কোনও রোগী হাসপাতালে আসেন, তবে বেড পাবেন তিনিই। এসএসকেএম সূত্রে খবর, বিতর্কের সূত্রপাত এখানেই। এই নোটিস কিসের ভিত্তিতে জারি করলেন সুপার? কেন নোটিস জারির আগে হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু জানালেন না? প্রশ্ন তুলে শুক্রবার সকালে মানস সরকারকে শোকজ করেন এসএসকেএম ডিরেক্টর মঞ্জু বন্দ্যোপাধ্যায়। বিকেলই এসএসকেএমের সুপারকে বদলির নির্দেশিকা! এ বিষয়ে এসএসকেএমের ডিরেক্টরের দাবি, সুপারকে স্থানান্তর করা হবে, এ বিষয়টি আগে থেকেই ঠিক ছিল। মানস সরকারের জায়গায় এসএসকেএম-এ আনা হচ্ছে বাঁকুড়া মেডিক্যাল কলেজের সুপার করবী বড়ালকে। এ বিষয়ে এসএসকেএমের অপসারিত সুপার মুখ খুলতে না চাইলেও বদলির তীব্র নিন্দায় সরব ছাত্র সংগঠন ডিএসও। সংগঠনের পক্ষে বিবৃতি জারি করে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।