কলকাতা: হাজরা রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু। আর তা ঘিরে পণ্ডিতিয়া রোডের অভিজাত আবাসনে তাণ্ডব। একের পর এক গাড়িতে ভাঙচুর। দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদেই কি এই রোষ? নাকি দুর্ঘটনার অজুহাতে পুরনো কোনও আক্রোশ আছড়ে পড়ে আবাসনে?
পুলিশ সূত্রে খবর, আবাসনে হামলার নেপথ্যে থাকতে পারে সিন্ডিকেট-যোগ!
পণ্ডিতিয়া রোডের এই আবাসনের পাশেই তৈরি হচ্ছে আরও একটি টাওয়ার। এবং সেটি তৈরি করছেন একই প্রোমোটার। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কয়েকদিন আগে সেই টাওয়ারের নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে বিবাদ বাধে প্রোমোটারের। পুলিশ সূত্রে খবর, তা নিয়ে ওই যুবকদের মধ্যে ক্ষোভ ছিল। সেই কারণেই দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদের অজুহাতে আবাসনে হামলা হয়ে থাকতে পারে। প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের।
আবাসনে ভাঙচুরকাণ্ডে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা নিয়ে খোঁজখবর নিতে সোমবার রাতে প্রথমে গড়িয়াহাট থানায়, পরে লেক থানায় যান পুলিশ কমিশনার।
পণ্ডিতিয়া রোড আবাসনে তাণ্ডবের নেপথ্যে সিন্ডিকেট-যোগ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Sep 2016 12:10 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -