কলকাতা: রোজভ্যালিকাণ্ডে মুখ খুলে একের পর এক বিস্ফোরক দাবি তাপস পালের। নিশানা করলেন বাবুল সুপ্রিয়কেও। পাল্টা জবাব কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূলর সাংসদের স্ত্রী। রোজভ্যালিকাণ্ডে গ্রেফতারির পর মুখ খুলেই বিস্ফোরক তাপস পাল। আর ক’জন (জড়িত) আছে প্রশ্ন করায় অভিনেতা-সাংসদের উত্তর, আরও অনেক দেখতে পাবেন, সব দেখতে পাবেন। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বলেন, দলের বিরুদ্ধে চক্রান্ত হবে, আক্রমণ নেমে আসবে, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। তাপস পালের গ্রেফতারির পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি সব জানি আর কাকে কাকে গ্রেফতার করবে, আমার কাছে তালিকা আছে। রবিবার ভুনেশ্বরে দাঁড়িয়ে তাপস দাবি করেন, দল তাঁর পাশে রয়েছে। পাশাপাশি, তোপ দাগেন রোজভ্যালি কর্ণধারের বিরুদ্ধে। তাঁকে প্রশ্ন করা হয়, গৌতম কুণ্ড ফাঁসিয়েছে? ধৃত তৃণমূল সাংসদ বলেন, .এসব দেখে তো তাই মনে হচ্ছে। সঙ্গে যোগ করেন, দল আমার পাশে আছে।
রোজভ্যালি: বাবুল সুপ্রিয়র নামে বিস্ফোরক দাবি তাপস পালের, খারিজ কেন্দ্রীয় মন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jan 2017 10:30 PM (IST)