নিয়ন্ত্রণ হারিয়ে তারাতলা মোড়ের কাছে উল্টে গেল বাইক, আরোহীদের ধাক্কা ট্যাঙ্কারের, ৮ বছরের শিশুকন্যার মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Apr 2017 08:44 AM (IST)
কলকাতা: তারাতলায় ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু ৮ বছরের শিশুকন্যার। শুক্রবার রাত ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। বাইকে চড়ে বেহালা থেকে বরানগর যাচ্ছিল একটি পরিবার। তারাতলার কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেইসময় বজবজের দিক থেকে আসা তেলের ট্যাঙ্কারটি পিছন থেকে বাইক আরোহীদের ধাক্কা মারে। গুরুতর জখম হন এক শিশু-সহ চার আরোহী। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। শিশুটির মা ও আত্মীয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্যাঙ্কারটিকে আটক করেছে তারাতলা থানার পুলিশ। গ্রেফতার ট্যাঙ্কারচালক।