তারাতলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, ক্রেনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু স্কুল ছাত্রীর, এলাকায় উত্তেজনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Apr 2018 11:33 AM (IST)
কলকাতা: তারাতলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। ক্রেনের চাকায় পিষ্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু। দুর্ঘটনার পরে পথ অবরোধ। ক্রেন ও সরকারি বাসে ভাঙচুর, ইটবৃষ্টি। ইটের ঘায়ে আহত ২ পুলিশকর্মী। মৃত সুহানি গুপ্ত দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার সন্তোষপুরের বাসিন্দা। সকাল সাড়ে ৮টা নাগাদ সাইকেলে চড়ে বন্ধুদের সঙ্গে স্কুল থেকে ফিরছিল ওই ছাত্রী। ক্রেনটি ওভারটেক করায় টাল সামলাতে না পেরে রাস্তায় পড়ে যায় সে। এরপর তাকে পিষে দেয় ক্রেনটি। ক্রেনচালক পলাতক। দুর্ঘটনার পর ঘণ্টাখানেক দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। ঘাতক ক্রেন ও সরকারি বাসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ইটবৃষ্টিতে আহত হন দুই পুলিশকর্মী। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে।