মিমি জানিয়েছেন, জিম থেকে ফেরার সময় গাড়িতে তিনি ও চালক ছিলেন। হঠাত্ দেখেন, এক ট্যাক্সি চালক তাঁকে বাজে ইঙ্গিত করছে। প্রথমটা গুরুত্ব দেননি। কিন্তু তারপর তাঁর গাড়ি ওভারটেক এসে ফের অশালীন অঙ্গভঙ্গি করে ওই ট্যাক্সিচালক। মিমি বলেছেন, এ ধরনের অভব্যতা বরদাস্ত করা যায় না। কারণ, এরপর অন্য কারুর সঙ্গে তো আরও খারাপ কিছু করতে পারে।
প্রসঙ্গত, এর আগেও মিমি এমন প্রতিবাদীর ভূমিকায় দেখা গিয়েছে। কয়েক বছর আগে এক পথচারীকে একটি বাইক ধাক্কা মেরে হিঁচড়ে নিয়ে যাচ্ছে দেখে তিনি গাড়ি থামিয়ে রুখে দাঁড়িয়েছিলেন। পরে দেখা যায়, ওই বাইকচালক মত্ত অবস্থায় ছিল।