ট্যাক্সিচালকের সততায় ফেলে যাওয়া মোবাইল ফেরত পেলেন যাত্রী
ABP Ananda, web desk | 22 Mar 2017 01:32 PM (IST)
কলকাতা: সততার নজির গড়লেন বাঙালি ট্যাক্সিচালক। তাঁর সহযোগিতায় ট্যাক্সিতে ফেলে যাওয়া মোবাইল ফেরত পেলেন এক তথ্যপ্রযুক্তি কর্মী। সকালে অফিস যাওয়ার জন্য এক সহকর্মীকে নিয়ে ঢাকুরিয়া থেকে ট্যাক্সিতে ওঠেন তথ্যপ্রযুক্তি কর্মী সৌরভ মোদি। পার্ক স্ট্রিটে নেমে যাওয়ার পর খেয়াল হয়, মোবাইলটি ট্যাক্সিতেই ফেলে এসেছেন। আরও বড় ক্ষতির আশঙ্কায় এরপরই ব্যাঙ্ক ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পাসওয়ার্ডগুলি লক করায় ব্যস্ত হয়ে পড়েন সৌরভ। সহকর্মীর মোবাইল থেকে খোয়া যাওয়া মোবাইলে ফোন করতেই এক ট্রাফিক সার্জেন্ট তাঁকে রাসবিহারী আসতে বলেন। সেখানে তখন উপস্থিত ট্যাক্সিচালক তপন ঘোষ। যাত্রী নিয়ে রাসবিহারী আসার পথে তিনি টের পান ট্যাক্সির সিটের নিচে পড়ে রয়েছে একটি মোবাইল। সেটি ওই চালক তুলে দেন ট্রাফিক সার্জেন্টের হাতে।