সার্ভে পার্কে কোচিং সেন্টারে ডেকে ছাত্রীকে শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত শিক্ষক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Nov 2016 09:22 AM (IST)
কলকাতা: সার্ভে পার্কে কোচিং সেন্টারে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ দায়েরের পর তৎপর পুলিশ। গ্রেফতার অভিযুক্ত শিক্ষক। ভবিষ্যত তৈরির দায়িত্ব ছিল যাঁর ওপর, সেই তাঁর বিরুদ্ধেই উঠল নির্যাতনের অভিযোগ! কোচিং সেন্টারের ভয়াবহ অভিজ্ঞতা মনে পড়লে এখনও শিউড়ে উঠছে এই স্কুলছাত্রী! পুলিশ সূত্রে খবর, সার্ভে পার্ক থানা এলাকার পাটোয়ারি পাড়ায় নিজের বাড়িতেই কোচিং সেন্টার চালাতেন অনির্বাণ ধর। সেখানেই পড়ত গড়ফা থানা এলাকার বাসিন্দা নবম শ্রেণির এই ছাত্রী। পরিবারের দাবি, সোমবার সন্ধেয় পড়ানোর নাম করে ছাত্রীকে ডেকে পাঠান ওই শিক্ষক। সেই সময় বাড়িতে শিক্ষক একাই ছিলেন। অভিযোগ, একা পেয়ে ছাত্রীর শ্লীলতাহানি করেন তিনি। কোনওমতে বাড়ি ফিরে বিষয়টি জানায় ছাত্রী। রাতেই সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।