কলকাতা: দীর্ঘ কয়েক মাস ধরে আমরা গৃহবন্দী। লকডাউন। যেমন তা বোরিং, আবার তেমন তা ইন্টারেস্টিং-ও। সব কিছুরই নানা দিক থাকে। এই দীর্ঘ লকডাউনে বনি যে তার মাকে রান্নায় হেল্প করেছে অথবা রূপম যে বাড়ির বাগানে ছেলেকে শিখিয়ে দিয়েছে লেগস্পিনের কলা কৌশল, তা আর কে জানে! অথবা তিতলি যে ঠাকুমাকে ভিডিও কল করতে শিখিয়ে দিয়েছে বা পিসির সঙ্গে রনি বানিয়ে ফেলেছে ফোনেই একটা শর্ট ফিল্ম, তারবেলা ? আর রোজ রোজ পরিবারের সবাই মিলে রান্নাবান্না, ঘর পরিষ্কার, এক সঙ্গে খাওয়া, ক্যারাম, সিনেমা, গান, আড্ডা... এ সব মিষ্টি মুহূর্তগুলো কি ভোলার?
ভুলতে দিচ্ছেই বা কে? আপনার-আমার-সবার পরিবারেই তিতলি বা রূপম বা বনি বা রনির মতো ঘটেছে নানান মিষ্টি মোমেন্ট। তাহলে ল্যাপটপ বা ফোনে এখুনি টাইপ করে ফেলুন আপনার পরিবারের মিষ্টি মুহূর্তের মিষ্টি কাহিনি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রেজিস্টার করুন https://bengali.abplive.com/britannia-cake-mishti-moments.html/amp অথবা WhatsApp করুন 7044025999 এ আপনার Mishti Moment Story নাম, যোগাযোগ নম্বর এবং ঠিকানা সহযোগে। আপনার লেখা মিষ্টি মোমেন্ট যদি নির্বাচিত হয়, তাহলে আপনি পাবেন আপনার প্রিয় সেলেব আবির, মীর, রচনা কিংবা বিশ্বনাথের সঙ্গে একটা রোববারের বিকেলে দুর্দান্ত একটা ভার্চুয়াল পার্টিতে মেতে ওঠার সুযোগ। তাই দেরি করবেন না। চটপট লিখে ফেলুন আপনার মিষ্টি মোমেন্টগুলো আর প্রিপারেশন নিন একটা জমজমাট পার্টির।
আমাদের জানান আপনার পরিবারের #BritanniaCakeMishtiMoments আর পেয়ে যান আপনার প্রিয় সেলিব্রিটির সাথে ভার্চুয়াল পার্টি করার সুযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jun 2020 08:15 PM (IST)
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রেজিস্টার করুন https://bengali.abplive.com/britannia-cake-mishti-moments.html অথবা WhatsApp করুন 7044025999 এ আপনার Mishti Moment Story নাম, যোগাযোগ নম্বর এবং ঠিকানা সহযোগে।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -