সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের সামান্য নামল পারদ। তবে আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে আরও কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।


মাঘের দ্বিতীয় সপ্তাহে অব্যাহত আবহাওয়ার খামখেয়ালিপনা। সোমবার সামান্য বেড়েছিল তাপমাত্রা। মঙ্গলে আবার নামল পারদ। তবে ঠান্ডার আমেজ থাকলেও, উধাও জাঁকিয়ে শীত।


এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।


সোমবার কলকাতার পারদ নেমেছিল ১৬.৬ ডিগ্রিতে। উত্তুর হাওয়ার দাপটে শীতের আরও একটি স্পেল পেয়েছিল রাজ্যবাসী। আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সামান্য কমবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির মধ্যে থাকবে। তবে বেলা বাড়লে উধাও হবে শীত ভাব।


জেলায় জেলায় আরও কয়েকদিন বজায় থাকবে ঠান্ডার আমেজ।এছাড়াও আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারের মধ্যে। দক্ষিণবঙ্গেও থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা। সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের।


আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২ দিন রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও আগামী ২৪ ঘণ্টায় কোনও কোনও জায়গায় মধ্যমমানের কুয়াশা দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। ঘন কুয়াশা দেখা দিতে পারে উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন কুয়াশা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।