কলকাতা:  পারদ নামায় জমজমাট বড়দিন৷ শহরের তাপমাত্রা নামল ১৪.৩ ডিগ্রিতে৷ আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা একই রকম থাকবে। পূর্বাভাস আবহাওয়া দফতরের৷


কেক, ক্যারলের আর মর্নিং মাসের পাশাপাশি সান্টার হাত ধরে রাজ্যে ঢুকল ঠান্ডা। শীতের চাদর মুড়ি দিয়ে বড়দিনে মজলো তিলোত্তমা থেকে বিভিন্ন জেলা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাধাহীনভাবে রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। এর জেরেই ধীরে ধীরে নামছে পারদ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে বড়দিনে কাঁপল রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি। এদিন শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাঁকুড়ার তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এছাড়াও আসানসোলে ১২.৩, জলপাইগুড়িতে ১৩.১ এবং বর্ধমান শহরের তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে। পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷