কলকাতা:  চৈত্রের শেষেই বাতাসে আগুন-তাত। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজ ও কাল তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা।