কলকাতা: টেট-মামলায় এবার রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট।
শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি সিএস কারনান বলেন, রাজ্য যদি কোনও অসৎ উদ্দেশ্য নিয়ে অপ্রশিক্ষিতদের নিয়োগের সময়সীমা বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে আবেদন করে থাকে, তাহলে বড়সড় সমস্যায় পড়তে হবে রাজ্যকে।
প্রাথমিক প্রশিক্ষণহীনদের নিয়োগ বন্ধের আবেদন জানিয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। মামলাকারীদের দাবি, রাজ্যে প্রাথমিক শূন্যপদের তুলনা ৬৯ শতাংশ বেশি প্রশিক্ষিত কর্মপ্রার্থী রয়েছে।
প্রাথমিকের শিক্ষকপদে নিয়োগের জন্য প্রশিক্ষণহীন প্রার্থীরাও যাতে পরীক্ষায় বসতে পারেন, তার জন্য গত বছর কেন্দ্রের কাছে আবেদন করে রাজ্য সরকার। ২০১৫-র ১ এপ্রিল কেন্দ্র সেই আবেদনে সাড়া দিয়ে ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ওই সুযোগ বাড়ায় কেন্দ্র। কিন্তু ওই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ায় মামলা করেন কিছু প্রশিক্ষিত প্রার্থী।
বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে প্রাথমিক প্রশিক্ষণহীনদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সিএস কারনান। পাশাপাশি, কেন্দ্রে কাছে  প্রশিক্ষণহীনদের নিয়োগের সময়সীমা বাড়ানো যে আবেদন রাজ্য করেছে, সেই আবেদনপত্রেরও কপি পেশ করার নির্দেশ দেন।
কিন্তু, শুক্রবার সেই আবেদনের কপি জমা না দেওয়ায় রাজ্যকে হুঁশিয়ারি দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশ, আগামী মঙ্গলবারের মধ্যে রাজ্যকে কেন্দ্রের কাছে করা আবেদনের কপি জমা দিতে হবে।