সঞ্চয়ন মিত্র, কলকাতা: শুক্রবার ঘরে পা রাখবেন মা লক্ষ্মী৷  তাঁর হাত ধরেই তো ঘরে আসবে সমৃদ্ধি৷


তাই পুজোয় কোনও রকম কার্পণ্য চান না কেউই৷ কিন্তু, সেই ধনদেবীর আরাধনা করতে গিয়েই এবার পকেটে টান। অগ্নিমূল্য বাজারদরে চিন্তা বেড়েছে মধ্যবিত্তের। তাই পুজোর আয়োজন করতেই নাজেহাল গৃহস্থ।

ফুল-ফল থেকে শাক-সবজি, সবকিছুর দামই আকাশ ছোঁয়া। বাজারে এক কেজি আপেলের দাম ১০০ টাকা। নাসপাতি, বেদানাও ১০০ টাকা কেজি। শসা-পেয়ারা ঘোরাফেরা করছে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকায়। এমনকি ১টি নারকেলের দাম ৩০ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত। ডাব ২০ টাকা থেকে শুরু, ১টি আঁখ ১০টাকা।

শাকসবজির বাজারও ছেঁকা দিচ্ছে হাতে। একটা ফুলকপির দাম ৪০ থেকে ৬০ টাকা। বাঁধাকপির পিসও ৪০ থেকে ৫০ টাকা। পালংশাকও কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা। পটল, বেগুন এককেজির দর ঘোরাফেরা করছে ৬০ থেকে ৮০ টাকায়। টমেটো কেজি প্রতি ৮০ টাকা। ঢেঁড়স ৫০ টাকা কেজি।

শুধু ফল, শাকসব্জি নয়, দাম বেড়েছে পুজোর জন্য একান্ত প্রয়োজনীয় প্রতিমা, নবপত্রিকারও।