কলকাতা:  অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর বাপের বাড়িতে চুরি, এবং তারপর বাড়ির পরিচারিকার  নার্কো টেস্টকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে।

প্রসঙ্গত, পরিচারিকার নার্কো পরীক্ষার বিরুদ্ধে ব্যাঙ্কশাল কোর্টে মামলা করা হয়েছে। মামলায় পুলিশের বিরুদ্ধে তদন্তের নামে হেনস্থার অভিযোগ তোলা হয়েছে। পরিচারিকার আইনজীবীর দাবি,  তাঁর মক্কেলের কোনও অনুমতি না নিয়েই নার্কো টেস্ট করানোর চেষ্টা করেছে পুলিশ। এরপরই লালবাজারের তরফে দাবি করা হয়, আদালতকক্ষে নার্কো পরীক্ষা নিয়ে প্রকাশ্যেই সম্মতি জানিয়েছিলেন পরিচারিকা।

এই ঘটনা প্রসঙ্গে এখনই কিছু মন্তব্য করতে চাননি অভিনেত্রী। তিনি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, বিষয়টি বিচারাধীন, তাই তিনি এখন কিছুই বলবেন না।