কলকাতা: ‘চুরি’ হল তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে। গতকাল মাঝরাতে এন্টালির বিধায়কের বাড়িতে এই কাণ্ড ঘটেছে বলে অভিযোগ।

বিধায়কের বাড়ির লোকের অভিযোগ, ১ দুষ্কৃতী তাঁদের বাড়িতে ঢুকে লুঠপাট চালায়। তাঁদের দাবি, ক্যামেরা ও ল্যাপটপ চুরি গিয়েছে। তবে পরিবারের লোকজন চেঁচামেচি শুরু করলে দুষ্কৃতী পালায় বলে দাবি করেছেন তাঁরা।

ঘটনাস্থল থেকে ১টি ছুরি উদ্ধার হয়েছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে নিউ মার্কেট থানায়। ডিসি সেন্ট্রাল সহ পুলিশকর্তারা ঘটনাস্থলে যান।