কলকাতা: বাংলা অ্যাকাডেমির সভাপতি পদ ছাড়ছেন শাঁওলি মিত্র। কাজ করতে অসুবিধার কথা জানিয়ে, অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় পরিবর্তনপন্থীদের মধ্যে অন্যতম মুখ ছিলেন নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্রের মেয়ে শাঁওলি মিত্র। সেই তিনিই এখন সরকারি পদ ছাড়তে চাইছেন। বাংলা অ্যাকাডেমির সভাপতি পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। ২০১২ সালে মহাশ্বেতাদেবীর পদত্যাগের পর, বাংলা অ্যাকাডেমির দায়িত্ব দেওয়া হয় শাঁওলিকে। তারপর থেকে তিনিই বাংলা অ্যাকাডেমির সভাপতি পদে রয়েছেন। কিন্তু হঠাৎ কী হল, যার জেরে তাঁর ইস্তফার ভাবনা?
শাঁওলি মিত্র বলেন, ভালবাসে কাজ করতাম। প্রকাশনা ও গবেষণায় ঠিকঠাক লোক দরকার। বর্তমান পরিকাঠামোয় কাজ করতে অসুবিধা হচ্ছে। ২০১৬-র শেষ থেকে অসুবিধা তৈরি হয়েছে। কী কী পরিকল্পনা, প্রথম বছর ১২টা বই। শেষ ২ বছর হয়নি। অব্যাহতি চেয়ে চিঠি দেওয়ার ৩ সপ্তাহ পরও, সরকারের তরফে তাঁকে এখনও কিছু জানানো হয়নি বলে দাবি শাঁওলির। এ নিয়ে রাজ্য সরকারের কোনও প্রতিক্রিয়া মেলেনি। শাঁওলি নিজে পরিকাঠামোগত সমস্যার কথা বললেও, আরেক নাট্যব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়ের মন্তব্যে তৈরি হয়েছে জল্পনা। নাট্যব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায় বলেন, যারা পরিবর্তনের বিপক্ষে ছিলেন, তারাই এখন নিয়ন্ত্রকের ভূমিকায়। এটাই মূল কারণ হতে পারে বলে মনে হচ্ছে। পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি। বাংলা ভাষা ও সাহিত্য গবেষণার পীঠস্থান। অন্নদাশঙ্কর রায় থেকে অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মহাশ্বেতা দেবীর মতো বিশিষ্টরা বাংলা অ্যাকাডেমির দায়িত্ব সামলেছেন। সেই পদ থেকেই এখন অব্যাহতি চাইছেন শাঁওলি মিত্র।