কলকাতা: বাড়ির সবাইকে বেহুঁশ করে চুরির অভিযোগ নিউটাউনে। পরিবারের দাবি, চুরি গিয়েছে দামি মোবাইল ও মোটরবাইক। থানায় অভিযোগ দায়ের।
নিউটাউনের গৌরাঙ্গনগরের বাসিন্দা শ্রীপদ মণ্ডল ও তাঁর পরিবারের সদস্যদের সাড়াশব্দ না পেয়ে শুক্রবার সকালে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরা দেখেন, দরজার কাছে ছুরি ঝুলছে। পড়ে রয়েছে একটি ব্যাগ।
পরিবারের দাবি, ঘুমের মধ্যে কিছু স্প্রে করে তাঁদের বেহুঁশ করে অপারেশন চালিয়েছে চোরেরা। দাবি, চুরি গিয়েছে দু’টি দামি মোবাইল ফোন ও একটি মোটরবাইক।
ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।
ঘুমের মধ্যে স্প্রে ছিটিয়ে নিউটাউনে বাড়ির সবাইকে বেহুঁশ করে চুরি দামি মোবাইল ও মোটরবাইক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Sep 2017 08:00 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -