বাতাসের তাপমাত্রা কমলেও বাজার আগুন, সবজির সঙ্গে চড়া দামে বিকোচ্ছে ডিমও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Nov 2017 12:39 PM (IST)
কলকাতা: বাতাসে তাপমাত্রা কমলেও বাজারের আগুন কমছে না। দীর্ঘদিন ধরেই বাজারে পেঁয়াজের দর কেজি প্রতি ৫০ টাকা। শহরের নানা প্রান্তে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে পেঁয়াজের দাম। সবজির দর সামান্য কিছুটা কমলেও এখনও তা ৫০ টাকার আশেপাশেই ঘোরাফেরা করছে। এর সঙ্গে যোগ হয়েছে ডিম। পোলট্রির ডিম প্রতিটি সাড়ে ৪টাকা থেকে বেড়ে সাড়ে ৫ টাকা বা ৬ টাকায় বিক্রি হচ্ছে।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -