কলকাতা: শহরে ফের তোলাবাজদের দাপট। তোলা দিতে না চাওয়ায় ব্যবসায়ীকে প্রাণে মারার হুমকি, বাড়ির পাশে বোমাবাজির অভিযোগ। এবার ঘটনাস্থল বন্দর এলাকার রাজাবাগান।


স্থানীয় কাপড় ব্যবসায়ী জালালউদ্দিন খানের অভিযোগ, গত কয়েকদিন ধরে আজাদ খান, গোরাচাঁদ ও মেসো নামে স্থানীয় ৩ দুষ্কৃতী ক্রমাগত তোলা চেয়ে তাঁকে হুমকি দিচ্ছে। গত ৬ এপ্রিল দোকানে চড়াও হয়ে ১ লক্ষ টাকা তোলা চায় দুষ্কৃতীরা। টাকা দিতে না চাওয়ায় রিভলভার দেখিয়ে ব্যবসায়ীকে হুমকিও দেয় তারা। সেদিন ফিরে গেলেও, শুক্রবার বিকেলে ফের দোকানে চড়াও হয় দুষ্কৃতীরা। ব্যবসায়ীর দাবি, টাকা দিতে না চাওয়ায় তাঁর বাড়ির পাশে বোমাবাজি হয়।

ঘটনার খবর পেয়ে সন্ধেয় এলাকায় যায় পুলিশ। আজাদ, গোরাচাঁদ ও মেসো নামে ৩ দুষ্কৃতীর নামে লিখিত অভিযোগ জানান ওই ব্যবসায়ী। তল্লাশি চালিয়ে এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ফেরার আরেক দুষ্কৃতীর খোঁজে চলছে তল্লাশি।

সাম্প্রতিক অতীতে শহরে তোলা-দৌরাত্ম্যের একাধিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারই তোলাবাজিকে কেন্দ্র করে তৃণমূলের শ্রমিক সংগঠনের গোষ্ঠী কোন্দলে রণক্ষেত্র হয়ে ওঠে বজবজের ইন্ডিয়ান অয়েলের বটলিং প্ল্যান্ট চত্বর। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি একবালপুরে প্রোমোটারের থেকে তোলা আদায় ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই দিনই ট্যাংরার গোবিন্দ খটিক রোডে তোলা দিতে না চাওয়ায় খাবারের দোকানের মালিককে বেধড়ক মারধর করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদের নাম করে তোলাবাজদের হাতে আক্রান্ত হন দক্ষিণ কলকাতার রেস্তোরাঁ মালিক। খুনের হুমকিও দেওয়া হয় তাঁকে। এবার তালিকায় নয়া সংযোজন রাজাবাগান। ঘটনার জেরে এলাকার ব্যবসায়ীরা আতঙ্কিত।