কলকাতা: করোনা সংক্রমণ রুখতে কলকাতায় নতুন করে তিনটি কনটেনমেন্ট জোন ঘোষণা করল রাজ্য সরকার। বালিগঞ্জ সার্কুলার রোড, টালিগঞ্জ, গড়িয়া কনটেনমেন্ট জোনের একাংশ কনটেনমেন্ট জোন ঘোষণা রাজ্য সরকারের।
গতকাল স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৪৫৯। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত ৫২। একদিনে কলকাতায় আক্রান্ত ৮৯০, মৃত ১৪। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৮৬৩, মৃত ৯। হুগলিতে একদিনে সংক্রমিত ১৯৫, পাঁচজনের মৃত্যু। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৩%।
আজ জানা গিয়েছে, দেশে করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। একইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। দৈনিক মৃত্যুতে দেশে আজও তৃতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫২ জনের। তালিকার শীর্ষে রয়েছে দিল্লি। রাজধানীতে একদিনে মৃত্যু হয়েছে ৮৯ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।
দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৬৯৬ জনের। মোট আক্রান্ত ৯৩ লক্ষ ৯২ হাজার ৯২০। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৮৫। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৮১০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪১ হাজার ৩২২ জন।
তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৮৮ লক্ষ ২ হাজার ২৬৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ হাজার ২৯৮ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৪১ হাজার ৪৫২। দেশে মৃত্যুর হার ১.৪৬ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯৩.৭১ শতাংশ।
আইসিএমআর সূত্রে খবর, ২৮ নভেম্বর পর্যন্ত দেশে ১৩ কোটি ৯৫ লক্ষ ৩ হাজার ৮০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১২ লক্ষ ৮৩ হাজার ৪৪৯টি নমুনা।
COVID-19: করোনা সংক্রমণ রুখতে কলকাতায় নতুন করে তিনটি কনটেনমেন্ট জোন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Nov 2020 06:17 PM (IST)
Three new containment zones in Kolkata to stop COVID-19. | কনটেনমেন্ট জোন বালিগঞ্জ সার্কুলার রোডের একাংশ, টালিগঞ্জের একাংশ এবং গড়িয়ার একাংশ।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -