যাদবপুর: যাদবপুরের ইব্রাহিমপুর রোডে বিষ খেয়ে মা ও দুই ছেলের আত্মহত্যার চেষ্টা। মৃত ১।

বাড়ি থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার প্রৌঢ়া মা ও আরেক ছেলে। আজ সকালে সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। বাড়িতে ঢুকে দেখা যায় সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন বছর ৬৫-র স্বাতী ও তাঁর দুই ছেলে। পরে যাদবপুর থানার পুলিশ এসে এক ছেলেকে মৃত অবস্থায় উদ্ধার করে। মা ও ছোট ছেলে অরিজিত্‍ এম আর বাঙুর হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, ওই পরিবার ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন। স্থানীয় সূত্রে খবর, বাউন্সাররা এসে প্রায়ই ওই পরিবারকে হুমকি দিত। তার জেরেই আত্মহত্যার চেষ্টা কিনা, খতিয়ে দেখছে পুলিশ।