খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে মানিকতলায় মৃত্যু ৩ বছরের শিশুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Aug 2016 10:41 AM (IST)
কলকাতা: বৃষ্টির দুপুরে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মানিকতালর মুরারিপুকুর এলাকা। কাকার বাড়ির ন্যাড়া ছাদ থেকে পড়ে মৃত্যু হল তিন বছরের প্রিন্স সাউয়ের। পুলিশ সূত্রে খবর, আজ সকালে প্রিন্স কাকার বাড়ির ছাদে খুড়তুতো ভাইয়ের সঙ্গে খেলছিল। পাশের বাড়ির অনুষ্ঠানের আলো দেখে সেদিকে এগোয় ছোট্ট প্রিন্স। ছাদের একেবারে ধারে গিয়ে শ্যাওলায় পা পিছলে নীচের কার্নিশে পড়ে যায় সে। সেখান থেকে রাস্তার ওপর পড়ে। রক্তাক্ত অবস্থায় আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা প্রিন্সকে মৃত বলে ঘোষণা করেন।