কলকাতা: বিধানসভা ভোটের এখনও ২ দফা বাকি। তার আগে ভোটের ফলাফল ঘিরে তরজা তুঙ্গে। বাম-কংগ্রেস জোটের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, কুড়িটা আসন পেয়ে দেখাক।

ম্যাচের শেষ বাঁশি এখনও বাজেনি। কিন্তু, তার আগেই প্রধান দুই প্রতিপক্ষ নিজেদের জয়ের দাবিতে সরব। কখনও আবার চ্যালেঞ্জের সুর।

পঞ্চম দফা ভোটের পর বিরোধী দলনেতা দাবি করেন, এ বার বাম-কংগ্রেস জোটই সরকার গড়তে চলেছে।

পঞ্চম দফা ভোটের আগেও একই সুর শোনা গিয়েছিল সিপিএম রাজ্য সম্পাদকের গলাতে।

পাল্টা জয়ঢাক বাজাতে দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এখানেই থেমে না থেকে, বাম-কংগ্রেস জোটের জয়ের দাবিকে, মঙ্গলবার, পাল্টা কটাক্ষও করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।