কলকাতা: সল্টলেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়ের কাছে বাড়ি সম্প্রসারণের জন্য বেআইনিভাবে টাকা চাওয়ার অভিযোগ। তোলাবাজির অভিযোগে গ্রেফতার সল্টলেকের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই গ্রেফতার।
৪১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে নতুন বাড়ি তৈরি ও বাড়ি সংস্কারের কাজ করলে নিজের ওয়ার্ডের বাড়িমালিকদের কাছ থেকে তোলাবাজির একাধিক অভিযোগ ওঠে। সম্প্রতি অনিন্দ্য ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এডি ব্লকের এক বাসিন্দার কাছ থেকে বাড়ি সম্প্রসারণের জন্য ১২ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ দায়ের হয়।
দলের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। এরপরই হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। আজ সকালে বিধাননগর উত্তর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। বক্তব্যে অসঙ্গতি মেলায় গ্রেফতার।
তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৪, ৩৮৫, ৩৮৬, ৩৮৭, ৩৮৮, ৩৮৯ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে।
তোলাবাজি! মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jul 2016 06:40 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -