গার্ডেনরিচ:  লকডাউনে খাবার বণ্টন নিয়ে গার্ডেনরিচে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। ঘটনায় তৃণমূলের দুই নেতা-নেত্রী সহ সাতজনকে নোটিস দিল ইডি।

ইডি সূত্রে খবর, জবাব তলব করা হয়েছে তৃণমূলের বিদায়ী কাউন্সিলর শামস ইকবাল ও তৃণমূল নেত্রী সাবা ইকবাল সহ ৭ জনকে।

৩০ মার্চ, লকডাউনে খাবার বিলিকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্রের চেহারা নেয় গার্ডেনরিচের কাচ্চি সড়ক এলাকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই সংঘর্ষের ভিডিও। যদিও, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

অভিযোগ ওঠে, এলাকা দখলকে কেন্দ্র করে কলকাতা পুরসভার ১৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আখতারি নিজামি শাহজাদার সঙ্গে ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল ও তাঁর বোন সাবা ইকবালের বিবাদ চলছিল। তার জেরেই এই ঘটনা। ওই ঘটনায় কলকাতা পুলিশ অস্ত্র আইনে মামলা রুজু করে।

এরপর এই ঘটনার তদন্তভার নেয় ইডি। ইডি-র দাবি, ত্রাণ বিলিকে কেন্দ্র করে টাকা লেনদেন হয়েছে। কীভাবে টাকা লেনদেন, অস্ত্র কোথা থেকে এল, তা জানতেই তৃণমূলের দুই নেতা-নেত্রী সহ সাতজনকে নোটিস পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে খবর।