কলকাতা: দ্বিতীয় ইনিংসে আজ মমতার প্রথম ২১শে সমাবেশ। তিন স্তরে ভাগ করা ধর্মতলার মূল মঞ্চ তৈরি। সকাল থেকেই জমছে ভিড়। সভাস্থলে ঢুকছে একের পর এক বাস। সমাবেশের জেরে নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে গোটা শহরকে। ড্রোন-সিসিটিভি, রেডিও ফ্লাইং স্কোয়াড থেকে ক্যুইক রেসপন্স টিম, সবকিছুর মাধ্যমে চলছে নজরদারি। ২৩ ডেপুটি কমিশনার, ৬০ জন এসিপি সমেত মোতায়েন ৩ হাজার পুলিশ।
আজকের দিনটি পালিত হবে তৃণমূলের বিজয় দিবস হিসেবেও। মঞ্চের সামনে শহীদ বেদি তৈরি করা হয়েছে। ভোর থেকেই হাওড়া, শিয়ালদা, ডায়মন্ডহারবার, শ্যামবাজার-সহ বিভিন্ন জায়গা থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন তৃণমূলকর্মীরা। শহরের বিভিন্ন দিক থেকে আসা মিছিলের দায়িত্বে রয়েছেন বিভিন্ন দফতরের মন্ত্রীরা।
২১ জুলাই শহরের ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে উদ্যোগী কলকাতা পুলিশও। মোট পাঁচটি রুটে ধর্মতলায় সমাবেশস্থলে পৌঁছবেন তৃণমূলকর্মীরা। নিরাপত্তার কারণে রাস্তার মোড়ে মোড়ে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। আকাশপথে চলছে ড্রোনের নজরদারি। নিরাপত্তার জন্য ২০০ মহিলা পুলিশ কর্মী-সহ ৩ হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে শহরে। রয়েছে রেডিও ফ্লাইং স্কোয়াড, ক্যুইক রেসপন্স টিম। সাদা পোশাকে নজরদারি চালাবেন পুলিশ আধিকারিকরাও। এছাড়া অ্যাম্বুল্যান্স ও জায়ান্ট স্ক্রিনেরও ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ।
টাকা তুলে দল চালানো যাবে না, বিশ্বাসযোগ্যতাই রাজনীতির ভিত্তি, একুশের মঞ্চ থেকে দলকে বার্তা মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jul 2016 03:17 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -