কৃষ্ণেন্দু অধিকারী,কলকাতা: প্রতিরক্ষা মন্ত্রকে রাখা নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিল তৃণমূল। রাজ্যসভায় দলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে। তৃণমূলের অভিযোগ, কংগ্রেসের মতো বিজেপি সরকারও নেতাজির তথ্য প্রকাশ করতে চায় না বলেই এই গড়িমসি। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
আগামী ২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী। কেন্দ্রীয় সরকার এবার থেকে নেতাজির জন্মদিন পরাক্রম দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছে। ওই দিন কলকাতায় আসার কথা প্রধানমন্ত্রীর। একই দিনে শ্যামবাজার থেকে নেতাজি মূর্তি পর্যন্ত পদযাত্রা করবেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটের মুখে নেতাজির জন্মজয়ন্তী নিয়ে জমজমাট রাজনীতি। এই আবহে রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশের জন্য চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। চিঠি পাঠানো হয়েছে রাজনাথ সিংহকেও।
তৃণমূলের দাবি, প্রধানমন্ত্রীর সচিবালয়, বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকে নেতাজি সংক্রান্ত অনেক ফাইল রয়েছে। চিঠিতে দাবি করা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রকের ইতিহাস বিভাগের ঐতিহাসিক প্রতুল গুপ্তর একটি বই আছে, যেখানে আজাদ হিন্দ ফৌজ ও নেতাজির উপর প্রচুর তথ্য রয়েছে। সেই বই প্রকাশ্যে আনারও দাবি তোলা হয়েছে। তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় বলেন, ‘‘ বইটিতে ১৮৬-১৯১ পাতায় তথ্য আছে যা বিতর্কিত, সেখানে সম্ভবত মারা যাননির কথা রয়েছে, জীবিত অবস্থায় তিনি চলে গিয়েছিলেন, মারা যাওয়ার গল্পটা শেষ হবে ৷ একারণে বই প্রকাশ করতে চায় না ৷ ’’
রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘ কেন্দ্র যা করার করছে, রাজ্য সরকারও তো করতে পারত, করেনি কেন, তারা নেতাজির নাম করে প্রকল্প করবে, আর সেই দিয়ে ভোট নেবে? আমরা তো কাউকে বারণ করিনি, আপনারা করলে করুন ৷ ’’
যদিও নেতাজির পরিরারের সদস্য প্রয়াত কৃষ্ণা বসু বিশ্বাস করতেন যে, তাইহোকু বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়েছে। একই বিশ্বাস প্রাক্তন তৃণমূল সাংসদ সুগত বসুরও। যদিও এবিষয়ে তিনি এদিন কোনও মন্তব্য করতে চাননি। ভোটমুখী বাংলায় রাজনীতিকদের এবার হাতিয়ার নেতাজি। বছরভর এই মণীষীর জন্মদিন পালনে কমিটি গঠন করেছে মোদি ও মমতা সরকার। কালকা মেলের নাম বদলে নেতাজি এক্সপ্রেস করেছে রেল মন্ত্রক। ইতিমধ্যেই দুই সরকার কিছু ফাইলও প্রকাশ করেছে। এবার নেতাজি সম্পর্কে আরও তথ্য প্রকাশের দাবিতে চিঠি দিল তৃণমূল।