কলকাতা: বাজছে সানাই। আলোয় মালায় সেজেছে বিয়েবাড়ি! তার মাঝেই এক হল চার হাত! পাত্র-পাত্রী দশ জোড়া! নয় নয় করে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের উদ্যোগে কাঁকুড়গাছির গণবিবাহ পা রাখল ৪৯ বছরে।


কারও ক্ষেত্রে আর্থিক প্রতিকূলতা, কারও বা অন্য সমস্যা৷ সব সমস্যার সমাধান গণ বিবাহের আসরে৷ সুন্দরবন, ক্যানিং, হাবড়ার হবু বর-কনেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এদিন। পরেশ পাল বলেন, দশ দম্পতির বিয়ে দেওয়া হল, এদের নতুন জীবনের জন্য সব সাজিয়ে গুজিয়ে দেওয়া হল।


নব দম্পতিদের নতুন জীবনের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, মন্ত্রী শশী পাঁজা, সুজিত বসু সহ অন্যান্যরা।
বিয়ে উপলক্ষ্যে ছিল দেদার খাওয়া-দাওয়ার আয়োজন।