কল্যাণকে ‘হুমকি ফোন’, লালবাজারে অভিযোগ দায়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Feb 2017 01:36 PM (IST)
কলকাতা: তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হুমকি ফোনের অভিযোগ। লালবাজারে অভিযোগ দায়ের সাংসদের ল’ ক্লার্কের। তদন্তে লালবাজারের গুণ্ডাদমন শাখা। অভিযোগ, বেশ কিছুদিন আগে সাংসদের দিল্লির মোবাইল নম্বরে ফোন করে এক হিন্দিভাষী ব্যক্তি অশ্রাব্য গালিগালাজ করে ও দেখে নেওয়ার হুমকি দেয়। সেসময় ফোনটি ছিল সাংসদের ল’ ক্লার্কের কাছে। এর প্রেক্ষিতে লালবাজারে অভিযোগ দায়ের হয়। তৃণমূল সাংসদ জানিয়েছেন, নোট বাতিল নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের সামনে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি। এনিয়ে দায়ের হওয়া মামলাতেও তিনি আদালতে সওয়াল করেন। তার জেরেই এধরনের ঘটনা বলে অনুমান।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -