অসুস্থ মাকে দেখতে দু'ঘণ্টার প্যারোলে হাসপাতালে কুণাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jun 2016 07:34 AM (IST)
কলকাতা: অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যাওয়ার জন্য দু'ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সারদা মামলায় ধৃত কুণাল ঘোষ। প্রেসিডেন্সি জেল থেকে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে পুলিশের কনভয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে মধ্য কলকাতার এক হাসপাতালে। সঙ্গে রয়েছে সিবিআইয়ের তদন্তকারী অফিসারের নজরদারি। কুণালের মা মণিকা ঘোষ ক্যানসারে ভুগছেন। বেশ কয়েকদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি । গতকাল অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্য কুণালের প্যারোলের আবেদন মঞ্জুর করে নগর দায়রা আদালত।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -