কলকাতায় ফিরলেন সুদীপ, ভর্তি হাসপাতালে
Web Desk, ABP Ananda | 21 May 2017 11:11 PM (IST)
কলকাতা: ওড়িশা হাইকোর্ট জামিন মঞ্জুর করার দু দিন পরে ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলের বিকেলে তিনি কলকাতায় আসেন। সঙ্গে ছিলেন স্ত্রী নয়না ও পরিবারের লোকেরা। অসুস্থতার কারণে ভুবনেশ্বর থেকে সুদীপের সঙ্গে একজন চিকিৎসকও কলকাতায় আসেন। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে সুদীপকে ভর্তি করা হয়েছে। গতকাল রাত দশটা নাগাদ ঝাড়পাড়া জেলের আধিকারিকরা ভুবনেশ্বরের বেসরকারি হাসপাতালে জামিনের রিলিজ অর্ডার পৌছে দেন। পাশাপাশি হাসপাতালে থাকা দুই পুলিশ কর্মীকে সরিয়ে নেওয়া হয়। এরপর চিকিৎসকরা এই তৃণমূল সাংসদকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।