কলকাতা:  কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র আবাসনের বাইরে তৃণমূলের বিক্ষোভ। বেলা সাড়ে ১২ টা নাগাদ উত্তর কলকাতার কৈলাস ঘোষ স্টিটে বাবুলের আবাসনের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা। যদিও এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন বাবুল। আবাসনে জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা।


উত্তর কলকাতার কৈলাস বোস স্ট্রিটে বাবুল সুপ্রিয়র আবাসনের বাইরে বিক্ষোভ দেখায় তৃণমূল। দিল্লির মতো এখানেও ওঠে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ইস্তফার স্লোগান। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বাবুল সুপ্রিয়কে পদত্যাগ করতে হবে। উল্টে কেন্দ্রীয় ভারীশিল্প প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশে বিক্ষোভ হচ্ছে। কোথাও এরকম অসভ্যতা দেখিনি।


এদিকে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে শহরজুড়ে বিক্ষোভ মিছিল তৃণমূলের। প্রতিটি ওয়ার্ডে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি চলছে।


বিধায়ক পরেশ পালের নেতৃত্বে কাঁকুড়গাছিতে মিছিল। পরে কাঁকুড়গাছি রেল ব্রিজে অবরোধ করেন তৃণমূল সমর্থকরা। উত্তর কলকাতার তৃণমূল নেতা-কর্মীরা দুপুর সাড়ে বারোটা নাগাদ গিরিশ পার্ক থেকে মিছিল বের করেন।


মিছিলে তৃণমূল নেতা সঞ্জয় বক্সি থেকে শুরু করে তৃণমূলের উত্তর কলকাতার নেতারা প্রায় সকলেই পা মিলিয়েছেন। ধর্মতলা-ভবানীপুর-ঢাকুরিয়া-গড়িয়াতেও তৃণমূলের মিছিল দেখা গিয়েছে। কলকাতায় পাল্টা মিছিল করে বিজেপিও।