কলকাতা: সমাজবাদী পার্টির চলতি ঘরোয়া বিবাদে তাঁরা অখিলেশ সিংহ যাদবের পক্ষেই বলে জানালেন মুকল রায়। বাবা, ছেলের লড়াইয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পাশে থাকার কথা ঘোষণা করে তৃণমূলের এই অন্যতম শীর্ষ নেতা অখিলেশকে 'উত্তরপ্রদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা' বলেও উল্লেখ করেন। বলেন, অখিলেশ দারুণ ছেলে। আমাদের সঙ্গে হৃদ্যতা আছে ওর।
তৃণমূল সহ সভাপতি জানান, সমাজবাদী পার্টিতে যা ঘটছে, সেটা ওদের ঘরোয়া বিষয়, তবে তৃণমূল অখিলেশের পাশে রয়েছে, তাঁকেই পুরোপুরি সমর্থন করে যাবে।



প্রসঙ্গত, গতকালই উত্তরপ্রদেশে ক্ষমতাসীন সমাজবাদী পার্টিতে (সপা) ভাঙন ধরেছে। অখিলেশ শিবির মুলায়মকে দলের সভাপতি পদ থেকে সরিয়ে তাঁকেই কনভেনশন ডেকে ওই দায়িত্ব দিয়েছে। দলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক, জেলা ইউনিট তাদের সঙ্গেই আছে বলে দাবি অখিলেশ-অনুগামীদের। পাল্টা মুলায়ম অখিলেশ-ঘনিষ্ঠ রামগোপাল যাদবের পাশাপাশি দলের জাতীয় সহ সভাপতি কিরণময় নন্দ, সাধারণ সম্পাদক নরেশ আগরওয়ালকে ৬ বছরের জন্য বহিষ্কার করেন দল থেকে।