কলকাতা: পণ্য ও পরিষেবা কর (জিএসটি) চালু করার অনুষ্ঠান বয়কট করা নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। কলকাতায় এসে তাঁর দাবি, লোকসভা ও রাজ্যসভায় জিএসটি সমর্থন করেছে তৃণমূল। জিএসটি কাউন্সিলের বৈঠকে সমর্থন জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। কিন্তু এখন রাজনৈতিক কারণে বিরোধিতা করছে তৃণমূল। দেশের স্বাধীনতার পর জিএসটি-কে কর সংক্রান্ত সবচেয়ে বড় সংস্কার বলে আখ্যা দিয়েছেন মেঘওয়াল। তাঁর দাবি, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয়, সর্বসম্মতভাবে পাশ হয়েছে জিএসটি। এর ফলে পশ্চিমবঙ্গ যথেষ্ট উপকৃত হবে। সেই কারণে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা প্রত্যাহার করে নেওয়া উচিত।