কলকাতা: সরকারি নির্দেশে জয়পুরিয়া কলেজে উচ্চ শিক্ষা অধিকর্তা। দ্রুত কলেজ খোলার আশ্বাস। সোমবার থেকে কলেজে ক্লাস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, জানাল কলেজ কর্তৃপক্ষ।
শুক্রবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেয় জয়পুরিয়া কলেজ। এরই মধ্যে চলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ, বিএসসি পার্ট ওয়ান জেনারেল পরীক্ষা। সকালে কলেজে এসেও ফিরে যান পড়ুয়ারা। পরিস্থিতি সামাল দিতে শেষমেশ উদ্যোগী হয় সরকার। সরকারি নির্দেশে উচ্চ শিক্ষা অধিকর্তার নেতৃত্বে আজ কলেজে আসে এক প্রতিনিধিদল। অধ্যাপকদের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। এরপরই দ্রুত কলেজ খোলার আশ্বাস দেওয়া হয়।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
শাসক-দ্বন্দ্বে বন্ধ জয়পুরিয়া, সরকারি উদ্যোগে কলেজে উচ্চ শিক্ষা অধিকর্তা, দ্রুত ক্লাস চালুর চেষ্টা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Aug 2016 08:32 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -