কলকাতা:  সরকারি টাকা খরচে রাশ টানতে নয়া উদ্যোগ রাজ্যের। যে সমস্ত আধিকারিকদের সরকারি টাকা খরচ করার অনুমতি রয়েছে, এবার থেকে শুধুমাত্র তাঁরাই সরকারি টাকা খরচ করতে পারবেন। এই মর্মে অন্তর্বর্তী নির্দেশিকা জারি করলেন রাজ্যের অর্থসচিব এইচ কে দ্বিবেদী। খবর নবান্ন সূত্রে।

সূত্রের খবর, সরকারি টাকা খরচ করার অনুমতি যে সমস্ত আধিকারিকদের রয়েছে, তাঁদের বাইরেও বেশ কয়েকজন অফিসার সরকারি টাকা খরচ করছিলেন। এই ঘটনা নজরে আসার পরেই জারি হয় অন্তর্বর্তী নির্দেশিকা। রাজ্যের আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে ও খরচ কমাতেই এই সিদ্ধান্ত বলে প্রশাসন সূত্রে খবর।