কলকাতা: পুলিশি নিজরদারির পাশাপাশি পুজোয় নিরাপত্তার জন্য তৃণমূল কাউন্সিলরের বিশেষ উদ্যোগ। আকাশপথে নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হবে ৭১ নম্বর ওয়ার্ডে। পুজোর আকাশে উড়বে ড্রোন। বড় রাস্তা থেকে শুরু করে অলি-গলি। রাস্তার যানজট থেকে মণ্ডপে দর্শনার্থীদের লাইন। সব জায়গায় নজরদারি চলবে ওপর থেকে।
কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নজরদারির জন্য ৩টি ড্রোনের ব্যবস্থা করেছেন স্থানীয় কাউন্সিলর পাপিয়া সিংহ। বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে নজরদারি।
এদিন ভবানীপুরের হরিশ মুখার্জি রোডে ওড়ানো হয় ড্রোন। তৈরি হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। ৮ কিলোমিটার এলাকার ছবি স্পষ্টভাবে ধরা পড়বে ড্রোনগুলিতে।
৭১ নম্বর ওয়ার্ডে ছোট-বড় মিলিয়ে ২৫ থেকে ৩০টি পুজো হয়। পুলিশের পাশাপাশি আকাশপথে নজরদারি থাকায় সব ধরণের অপ্রীতিকর অবস্থায় ঠেকানো যাবে বলে দাবি কাউন্সিলরের।
পুজোয় নিরাপত্তার জন্যে পুলিশি নজরদারির পাশাপাশি আকাশপথে থাকবে ড্রোন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Sep 2017 07:30 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -