অনলাইনে কেনাকাটার বিল মেটাতে সমস্যায়, নিজেকে অপহরণের গল্প ফাঁদলেন ইঞ্জিনিয়ারিং ছাত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Nov 2017 10:08 AM (IST)
কলকাতা: অনলাইনে কেনাকাটার বিল মেটাতে অপহরণের ছক! অভিযোগ, সোনারপুরের সন্দীপ রায় নামে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এমনই কাণ্ড ঘটিয়েছেন। সন্দীপ ও তাঁর এক বন্ধুকে আটক করেছে পুলিশ। ওই ছাত্রের পরিবারের দাবি, গতকাল দুপুরে মাকে ফোন করে সন্দীপ বলেন, তাঁকে ৩ যুবক অপহরণ করেছে। মুক্তিপণ বাবদ এক লক্ষ ৬০ হাজার টাকাও চাইছে তারা। বিষয়টি সোনারপুর থানায় জানায় সন্দীপের পরিবার। তদন্তে নেমে পুলিশ তাঁর এক বন্ধুর খোঁজ পায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে, অনলাইনে এক লক্ষ ৬০ হাজার টাকার কেনাকাটার পর বিল মেটাতে পারছিলেন না সন্দীপ। বাড়ি থেকে সেই টাকা জোগাড় করতেই অপহরণের নাটক করেন তিনি।