কলকাতা: শহর থেকে জেলা, আজও দিনভর তীব্র গরম বজায় থাকবে। এরফলে বাড়বে অস্বস্তি। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির সম্ভাবনা কম।

আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।